বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৩ পূর্বাহ্ন
করোনাভাইরাসে আক্রান্তের খবর শুনে ভারতের পশ্চিমবঙ্গে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।
রোববার সকালে উত্তর ২৪ পরগনা জেলার সদর শহর বারাসাত নবপল্লির একটি ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, আত্মঘাতী ওই বৃদ্ধ অবসরপ্রাপ্ত সরকারি চাকজীবী ছিলেন। নবপল্লির এক আবাসিক ভবনে ছেলের পরিবারের সঙ্গে থাকতেন তিনি।
কয়েক দিন আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ওই বৃদ্ধ। বারাসাতেরই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সুস্থ হয়ে গত শুক্রবার বাড়ি ফেরেন তিনি।
তবে হাসপাতাল থেকে ছাড়ার আগে বৃদ্ধের লালারস সংগ্রহ করা হয়েছিল। শনিবার সন্ধ্যায় তার রিপোর্ট আসে। হাসপাতাল থেকে ফোন করে জানানো হয়, তার করোনা রিপোর্ট পজ়িটিভ। এই খবর শোনার পরই চুপচাপ হয়ে যান তিনি। বাড়ির কারোর সঙ্গে কথা বলেননি।
রোববার সকালে ফ্ল্যাটের বারান্দার বাইরে তার লাশ ঝুলতে দেখে থানায় খবর দেয়া হয়।
বারান্দার ওপরের রেলিং থেকে গলায় কাপড়ের ফাঁস দিয়ে তিনি বাইরের দিকে ঝুলে পড়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।