রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৪ অপরাহ্ন
কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় কারাগারে থাকা তিন আসামি ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দ দুলালকে জিজ্ঞাসাবাদ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি।
সোমবার বেলা ১১টা থেকে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। এখনও জিজ্ঞাসাবাদ চলছে।
জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মোকাম্মেল হোসেন যুগান্তরকে এই তথ্য নিশ্চিত করেছেন।
কারা ফটকে জেল কোড অনুযায়ী আসামিদের এনে হত্যাকান্ড সম্পর্কে বক্তব্য গ্রহণ করে তদন্ত কমিটি।
মোকাম্মেল হোসেন জানান, তদন্ত কমিটির আহবায়ক ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মিজানুর রহমানের নেতৃত্বে বেলা ১১টার দিকে তদন্ত দল কারাগারের ফটকে অবস্থান করে আসামিদের পৃথক জিজ্ঞাসাবাদ শুরু করে।
ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত আলী, এসআই নন্দ দুলাল রক্ষিতের কাছ থেকে হত্যাকান্ড সম্পর্কে বিস্তারিত জানতে চায় তদন্ত দল।