বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৭:০৬ অপরাহ্ন
আগস্ট আসে কোটি হৃদয়ের রক্তক্ষরণ নিয়ে
হৃদয়-গঙ্গা অশ্রু জোয়ার রক্ত জোয়ার হয়ে—
আগস্ট আসে পিতার জামায় রক্তের দাগে মিশে
বীর তর্জনী বজ্র কণ্ঠে নীরবতার আবেশে—
আগস্ট আসে জীবনযোদ্ধা মায়ের মৃত্যু শোকে
শিশু রাসেলের বাঁচার আর্তি মায়ের আঁচলে মেখে—
আগস্ট আসে শ্রাবণ জলে ভাই হারানো কান্নায়
নববধূর হাতের মেহেদী রক্তের স্রোত বন্যায়—
আগস্ট আসে বাবা-মা হারানো কন্যার নোনা জলে
স্বজন হারানোর গভীর ক্ষত চির শোক মিছিলে।