রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৫ পূর্বাহ্ন
পিরোজপুরের ইন্দুরকানীতে রাশিদা বেগম (১৮) এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার টগড়া গ্রামের মুন্সিবাড়ী থেকে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
রাশিদা উপজেলার পাড়েরহাট রাজলক্ষ্মী স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। সে টগড়া গ্রামের শাহজাহান হাওলাদারের ছোট মেয়ে।
জানা গেছে, রাশিদা নিজ বাড়ির দ্বিতীয় তলায় ছিলেন। দুপুরে তাকে তার স্বজনেরা না দেখে খোঁজ করে দেখে তার মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে তদন্ত চলছে।