মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৭:০৬ অপরাহ্ন
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নের গাবগাছিয়া গ্রামের একটি পরিবারে ৫টি ফলজ (আমড়া) গাছ ফলসহ কেটে ফেলেছে ভাতিজারা- এ অভিযোগ চাচার।
ক্ষতিগ্রস্ত গাছের মালিক তোবারেক ফরাজী বলেন, আমার ভাই সুলতান ফরাজী বিদেশ থাকায় জমিজমা আমিই দেখাশুনা করি। আমার বাড়ির সামনে রাস্তায় কয়েকটি ফলজ গাছ আমিই রোপণ করি; যা সরকারি রাস্তার পাশে হওয়ায় আমিই গাছের ফল ভোগ করি।
জমির সীমানা সংক্রান্ত জের ধরে আমার আপন ভাই সুলতান মাহমুদের ছেলে আব্দুল্লাহ আল মাহমুদ,আরিফ মাহমুদ ও তাদের বাড়ির কাজের লোক মনিরের নেতৃত্বে তার দলবল নিয়ে বুধবার ফলজ গাছগুলো আমাকে না জানিয়ে কেটে ফেলেছে।