মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ১০:৩২ অপরাহ্ন
ভোলার মনপুরা উপজেলার ঢালচরে ছয় হাজার বিঘা জমি অবৈধভাবে ভোগদখল করছেন সাবেক জ্বালানি সচিব মো. নাজিম উদ্দিন চৌধুরী—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছেন ভোলা জেলা প্রশাসক। এ কমিটিকে আগামী ২০ আগস্টের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আবহাওয়া খারাপ ও নদী উত্তাল থাকায় এখনও কাজই শুরু করেনি এ তদন্ত কমিটি। তারা ঘটনাস্থলে যাওয়ার জন্য আরও সময় চাইবেন বলে জানিয়েছেন কমিটির প্রধান ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক।
২০১৯ সালে ঘটনাস্থল ঘুরে এই দখলদারিত্ব নিয়ে ৬ পর্বের ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে বাংলা ট্রিবিউন। তখন থেকেই অন্য গণমাধ্যমগুলোতেও বিষয়টি আলোচিত হচ্ছে। এসব প্রতিবেদনে প্রকাশ হওয়া অভিযোগগুলো জেলা প্রশাসনের নজরে আসায় সেগুলো যাচাইয়ের জন্য এ কমিটিকে ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ তদন্ত কমিটিকে স্বাগত জানিয়েছে ভোলা ও মনপুরার রাজনীতিবিদসহ সাধারণ মানুষ। তবে সাবেক সচিবের প্রভাব এড়িয়ে এই কমিটি কতটা স্বাধীন তদন্ত করতে পারবে সে বিষয়ে সংশয় প্রকাশও করেছেন অনেকে।