বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৬:৪০ অপরাহ্ন
করোনাভাইরাসের থাবায় এবারের ফুটবল মৌসুম বাতিল হয়েছে। আগামী মৌসুম কবে থেকে শুরু হবে, তা এখনও নিশ্চিত নয়। তবে খেলোয়াড়রা দ্রুত ফিরতে চান মাঠে। বাফুফেও ফেরাতে চায় খেলা। এজন্য আগামী বৃহস্পতিবার বাফুফের পেশাদার লিগ কমিটি আলোচনায় বসতে যাচ্ছে অংশগ্রহণকারী ক্লাবগুলোর সঙ্গে।
শুধু ক্লাব নয়, খেলোয়াড়দের সঙ্গেও আলোচনায় বসবে লিগ কমিটি। বাফুফের ইচ্ছা, আগামী সেপ্টেম্বরের শেষে দলবদল ঘোষণা করার, যাতে নভেম্বরে ফেডারেশন কাপ দিয়ে মৌসুম শুরু করা যায়।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ তেমনটাই জানিয়েছেন বাংলা ট্রিবিউনকে, ‘আমরা চাইছি দ্রুত যেন মাঠে খেলা ফিরে আসে। এজন্য ক্লাব ও খেলোয়াড়দের সঙ্গে আমরা সভা করবো। আগামী সেপ্টেম্বরেরে শেষে দলবদলের তারিখ ঘোষণা করার লক্ষ্য আমাদের। এখন দেখি ক্লাবগুলো কী বলে। এরপর খেলোয়াড়দের সঙ্গেও সভা করবো আমরা।’