বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৫ পূর্বাহ্ন
ইসরায়েলি কর্তৃপক্ষ অবরুদ্ধ গাজা উপত্যকায় তেল সরবরাহ বন্ধ করে দেওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে বন্ধ হয়ে গেছে সেখানকার একমাত্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি। ফলে অবরুদ্ধ এলাকাটিতে দৈনিক বিদ্যুৎ সরবরাহের পরিমাণ আরও কমে যেতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রায় ২০ লাখ মানুষের বসতি ফিলিস্তিনের গাজা উপত্যকায়। বাসিন্দাদের বিদ্যুৎ চাহিদার বেশিরভাগই আসে ইসরায়েল থেকে। বর্তমানে সেখানে দশ ঘণ্টা বন্ধ রাখার পর ছয় ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ করা হয়। আর অঞ্চলটির একমাত্র উৎপাদন কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ায় সরবরাহের পরিমাণ আরও কমবে।
গাজার মূল বিদ্যুৎ বিতরণ কোম্পানির কর্মকর্তা মোহাম্মদ তাবেত বলেছেন, বিদ্যুৎ সরবরাহের সময় চার ঘণ্টায় নেমে আসতে পারে।
দীর্ঘ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চাহিদা পূরণে জেনারেটরের ওপর নির্ভর করে থাক গাজা উপত্যকার বাসিন্দারা। আর মঙ্গলবার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ায় হাসপাতাল