মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৯:০৬ অপরাহ্ন

মঠবাড়িয়ায় ছাত্রলীগের ৪ কর্মীকে বহিষ্কার ও পৌর কমিটি বিলুপ্ত ঘোষনা

মঠবাড়িয়ায় ছাত্রলীগের ৪ কর্মীকে বহিষ্কার ও পৌর কমিটি বিলুপ্ত ঘোষনা

0 Shares

স্টাফ রিপোর্টার:
পিরোজপুরের মঠবাড়িয়ায় অনাকাঙ্খিত ঘটনায় জড়িত থাকায় ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পৌর ছাত্রলীগের ৪ কর্মীকে স্থায়ী বহিষ্কার এবং পৌর ছাত্রলীগের বর্তমান কমিটি বিলুপ্ত করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। বহিষ্কৃতরা হলেন মঠবাড়িয়া পৌর ছাত্রলীগের কর্মী শাকিল আহমেদ সাদি, তানভির মল্লিক, তৌফিক হাসান প্রান্ত, কোরবান জুনায়েদ। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য আজ বুধবার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া যায়। বহিষ্কারের সিদ্ধান্তটি সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য মুঠোফোনে সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, পিরোজপুরের মঠবাড়িয়ায় মঙ্গলবার রাতে পৌর ছাত্রলীগের ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শুভ শীলের হাতের কব্জি কাটার ঘটনার পরপরই পৌর ছাত্রলীগের ৪ কর্মীকে বহিষ্কার করা ও পৌর ছাত্রলীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষনা করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap