বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৩:১৪ অপরাহ্ন

রোমান সানারা করোনা পরীক্ষায় ‘নেগেটিভ’

রোমান সানারা করোনা পরীক্ষায় ‘নেগেটিভ’

0 Shares

স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল (বুধবার) থেকে আর্চারি দলের আবাসিক ক্যাম্প শুরু হতে যাচ্ছে। এরই মধ্যে আর্চাররা টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে পৌঁছেছেন। অনুশীলন শুরুর আগে স্বস্তির বাতাস বইছে আর্চারি ক্যাম্পে। জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক ও রোমান সানাসহ ১৭ জনের হয়েছে করোনা পরীক্ষা। সবারই নেগেটিভ এসেছে।

আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন চপল বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বিষয়টি, ‘আপাতত সবাই করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। এখন আমাদের অনুশীলন শুরু করতে কোনও সমস্যা নেই। একটু চিন্তায় ছিলাম, কী হয়। শেষ পর্যন্ত ভালো খবরই পেয়েছি আমরা।’

আর্চারির ‘পোস্টার বয়’ রোমান আগেই বলে রেখেছেন, ‘অনেকদিন পর ক্যাম্পে ফিরে ভালো লাগছে। অনুশীলনে মনোযোগ দিতে চাই। সব রকমের স্বাস্থ্যবিধি মেনেই আমরা অনুশীলন করবো।’

আর্চারি ক্যাম্পে যোগ দেওয়া সবারই করোনা পরীক্ষা হবে। সেই ধারাবাহিকতায় আগামী ২৩ আগস্ট দ্বিতীয় ধাপে মেয়েদের রিকার্ভ ইভেন্টে চারজন ও ৩০ আগস্ট তৃতীয় ধাপে কম্পাউন্ড ইভেন্টের ছয়জন আর্চারের পরীক্ষা হবে।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap