মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১২:১৭ অপরাহ্ন

শ্রীলঙ্কায় অন্তত তিনটি প্রস্তুতি ম্যাচ পাচ্ছেন মুমিনুলরা

শ্রীলঙ্কায় অন্তত তিনটি প্রস্তুতি ম্যাচ পাচ্ছেন মুমিনুলরা

0 Shares

দেশে কয়েকদিন অনুশীলন করলেও শ্রীলঙ্কায় গিয়ে ‘আসল’ প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ দল। আগামী ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা উড়ে যাওয়ার কথা মুমিনুলদের, সঙ্গে যাচ্ছে হাই পারফরম্যান্স (এইচপি) দলও। স্বাগতিক দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের সুযোগ না থাকায় এইচপির সঙ্গেই অন্তত তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় দল। বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচ শুরু ২৪ অক্টোবর। তবে করোনাভাইরাসের কারণে এক মাস আগেই দ্বীপ দেশটিতে উড়াল দেবে বাংলাদেশ দল। মূল লড়াইয়ে নামার আগে সেখানে নিজেদের ঝালিয়ে নিতে এইচপি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচও খেলবেন মুমিনুলরা।

সাধারণত সিরিজ শুরুর আগে স্বাগতিক দেশের দলের সঙ্গে অন্তত একটি প্রস্তুতি ম্যাচ খেলতে দেখা যায় সফরকারী দলকে। কিন্তু করোনার কারণে বাংলাদেশ দলের সুযোগটি পাওয়ার সম্ভবনা ক্ষীণ। না পেলেও সমস্যা নেই, বিসিবি নিজ উদ্যোগেই এইচপি দল নিয়ে যাচ্ছে। এইচপি দলের খেলা আছে শ্রীলঙ্কা ‘এ’ দলের সঙ্গে, এই লড়াইয়ে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা মুমিনুলদের সঙ্গে।

আজ (মঙ্গলবার) প্রস্তুতি ম্যাচের বিষয়ে আকরাম বলেছেন, ‘আমরা তিন থেকে চারটি প্রস্তুতি ম্যাচ খেলবো। স্বাগতিকদের কোনও একটি দল থাকলেও থাকতে পারে। না থাকলে আমাদের এইচপি দলের সঙ্গেই প্রস্তুতি ম্যাচ খেলবো।’

শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা করতে সময় নিচ্ছে নির্বাচকরা। আগামী মাসের মাঝামাঝি দল ঘোষণা করা হবে। ইংল্যান্ড সফরে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মতো বাংলাদেশ দলের স্কোয়াডও বড় হওয়ার আভাস আকরামের কথায়, ’১০ থেকে ১৫ সেপ্টেম্বরের দিকে আমরা দল দেবো। খেলোয়াড়ের সংখ্যাটা আমরা বাড়াবো। ২০-২২ জনের চিন্তা-ভাবনা করছি। কেননা কোভিড নিয়ে আমাদের মনে হচ্ছে, যত সহজ সবাই ভেবেছে ততটা সহজ না। অনেক ঝুঁকি আছে, আমাদের অনেক বিকল্প রাখতে হবে। কোয়ারেন্টিন কতদিন থাকতে হবে সেটাও আমরা নিশ্চিত হতে পারিনি। সবকিছুর ওপর নির্ভর করছে আমাদের স্কোয়াড কত বড় হবে।’

দলটা কেমন হতে পারে তারও ইঙ্গিতও দিলেন সাবেক এই অধিনায়ক, ‘সবশেষ যারা খেলেছে তারা তো থাকবেই। এছাড়া আমরা তিন-চারটা অনুশীলন ম্যাচ খেলবো, সেখান থেকেও বাছাইয়ের সুযোগ থাকবে। শ্রীলঙ্কায় ওয়ার্ম-আপ ম্যাচ খেলবো তিন-চারটা। সেখানেও নির্বাচকদের অপশন থাকবে। যেহেতু গত কিছুদিন আমাদের খেলা ছিল না, ফলে কিছুটা সমস্যা তো হবেই দল নির্বাচন করতে।’





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap