সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:৫৯ পূর্বাহ্ন

হিলিতে দুই পুলিশসহ ৬ জন করোনায় আক্রান্ত

হিলিতে দুই পুলিশসহ ৬ জন করোনায় আক্রান্ত

0 Shares

দিনাজপুরের হিলিতে নতুন করে তিন পুলিশ সদস্যসহ ছয় জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে দিনাজপুর এম রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পাঠানো নমুনা পরীক্ষার রিপোর্টে তাদের করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়। এদের মধ্যে তিন জন পুলিশ সদস্য, একজন পোস্ট অফিসের স্টাফ, একজন নারী ও একজন শিশু।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. নাজমুস সাঈদ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. নামজমুস সাঈদ জানান, জ্বর, সর্দিসহ করোনার উপসর্গ থাকায় গত ১৬ আগস্ট দুই দফায় ১৮ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার রাতে নমুনা পরীক্ষার রিপোর্টে ছয় জনের করোনা পজিটিভ আসে। তারা সবাই নিজ নিজ বাড়িতে হোমআইসোলেশনে রয়েছেন এবং সুস্থ রয়েছেন। বাড়িতে থেকেই চিকিৎসকরা সেবা দিচ্ছেন তাদের।

উল্লেখ্য, এ নিয়ে হিলিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬০ জনে। এর মধ্যে ৪৩ জন সুস্থ হয়েছেন এবং একজন মৃত্যুবরণ করেছেন।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap