মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৯:১৫ অপরাহ্ন

শুভর কব্জি কর্তনের ঘটনার প্রতিবাদে ছা্ত্রলীগের সংবাদ সম্মেলন ; ৩৮ জনকে আসামী করে মামলা দায়ের

শুভর কব্জি কর্তনের ঘটনার প্রতিবাদে ছা্ত্রলীগের সংবাদ সম্মেলন ; ৩৮ জনকে আসামী করে মামলা দায়ের

0 Shares

স্টাফ রিপোর্টার:
পিরোজপুরের মঠবাড়িয়ায় আজ বৃহস্পতিবার বিকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে পৌর ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভ শর্মার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা ছাত্রলীগ সংবাদ সম্মেলন করেন। এসময় উপস্থিত ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার জাতীয় দৈনিকে কর্মরত সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজা বলেন, শোকের মাসে হাতকাটার ন্যাক্কারজনক নৃশংস হামলা করে মঠবাড়িয়ার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা পরিকল্পিতভাবে শুভর হাতের কব্জি কেটে নেয় এবং বিচ্ছিন্ন কব্জি নিয়ে তারা উল্লাস করে। এ ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আইন শৃংখলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়ে অতিদ্রুত সময়ের মধ্যে যেন মামলার প্রধান আসামী সহ সকল আসামীদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজা বাদী হয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম রাজু সহ ৩৮ জনকে আসামী করে মামলা দায়ের করেন। এজাহার নামীয় দুজন আসামী ইতো মধ্যেই থানা পুলিশ গ্রেফতার করেছে।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap