বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৩ পূর্বাহ্ন

স্বরূপকাঠিতে ট্রলার থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

স্বরূপকাঠিতে ট্রলার থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

0 Shares

স্টাফ রিপোর্টার:
পিরোজপুরের স্বরূপকাঠির কাঠ বোঝাই ট্রলার থেকে ফাহাদ মোল্লা আকাশ নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ইন্দুরহাট বন্দর সংলগ্ন খালে রাখা আল ইনান ট্রলারের ইঞ্জিন রুমের মধ্যে ফাহাদ মোল্লা আকাশের ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ সহ ট্রলারটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ফাহাদ মোল্লার পিতা হান্নান মোল্লা ও পরিবারের সদস্যদের দাবী ফাহাদ আত্মহত্যা করতে পারেনা। ইঞ্জিনের ওই ছোট রুমে ঝুলে আত্মহত্যা সম্ভব নয়, তাকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। ফাহাদ মোল্লা ওই ট্রলারে বাবুর্চির কাজ করত। সে উজিরপুর উপজেলার দক্ষিন সাতলা গ্রামের হান্নান মোল্লার ছেলে। তারা সুটিয়াকাঠি এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন।
নেছারাবাদ থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap