শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:২৪ অপরাহ্ন

পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাটসহ ঘরবাড়ি

পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাটসহ ঘরবাড়ি

0 Shares

গাজী আবুল কালাম ।। 

ইন্দুরকানীতে প্রবল বৃষ্টি ও জোয়ারের পানিতে নি¤œ অঞ্চল সহ বিভিন্ন জন পদ তলিয়ে গেছে।

সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছে।বৃহষ্পতিবার দিন ভর বৃষ্ঠি থাকায় ও জোয়ারের পানি বৃদ্ধিতে উপকুলিয় উপজেল ইন্দুরকানীর হাট, বাজার, রাস্তাঘাট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে গেছে। এ অঞ্চলে সাভাবিক জোয়ারের চেয়ে ২/৩ ফুট পানি বৃদ্ধি পেয়েছে।উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখাযায় চাড়াখালী আবাসন, পাড়েরহাট আবাসন, সহ অনেক গ্রাম তলিছে। এমনকি উপজেলার টগরা ফেড়িঘাঠের সংযোগ সড়ক ও জোয়ারের পানিতে ডুবে গেছে। স্থানীয় স‚ত্রে জানা গেছে, ইন্দুরকানী উপজেলার প্রায় নয়টি গ্রাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, কাঁচা-পাকা রাস্তা, মাছের ঘের, অধিকাংশ বাড়ির আঙিনাসহ সবজি ক্ষেত ও বাগান তলিয়ে গেছে। 
ইন্দুরকানী উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রুহুল আমীন বাঘা জানান, উপজেলার নদী তীরবর্তী এলাকাগুলো জোয়ারের অতিরিক্ত পানিতে প্লাবিত হয়েছে। এর মধ্যে কালাইয়া, প‚র্ব ইন্দুরকানী, কলারণ ,খোলপটুয়া, ট্যাংরাখালী, চন্ডিপুর, সাউদখালী, চরবলেশ্বর, পাড়েরহাটের আবাসন এলাকা, চরখালী ফেরিঘাট এলাকা প্লাবিত হয়েছে । ওই সব এলাকার অধিকাংশ বাড়ি প্লাবিত হয়ে কোনো কোনো ঘরে পানি উঠেছে বা পানি ছুঁই ছুঁই অবস্থা বিরাজ করছে।
এদিকে জোয়ারের পানিতে রাস্তা ঘাট তলিয়ে গাছের গোরা আলগা হয়ে পরেছে বিদ্যুত লাইনের উপর গাছ পরে বিদ্যুৎ সঞ্চলনে মারাকত বিঘœীত হচ্ছে ইন্দুরকানী পল্লিবিদ্যুৎ ইনর্চাজ ইসলাম হোসেন জানান।
উপজেলার কচাঁনদী পারের বেড়িবাধ বিভিন্ন জায়গায় ভাংগা থাকায় পানি ঢুকে এলঅকা প্লাবিত হচ্ছ। দ্রুত এসকল মেরাতম দরকার।
ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মাদ আল মুজাহীদ বলেন আমরা সতর্ক আছি কোথাও কোন রকম সমস্য হলেই পানি বন্দী মানুষের কাছে সাহায্য পৌছে দেয়া হবে।
জেলা প্রশাসক আবু আলী মোহাম্মাদ সাজ্জাদ হোসেন বলেন, পানিবন্দি পরিবারকে সব রকম খাদ্য ও আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়া আমার ব্যক্তিগত তহবিল থেকেও ছোট খাট সাহায্য দিতে প্রস্তুত আছি।

 





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap