সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৭:০৮ পূর্বাহ্ন

বরিশালে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত

বরিশালে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত

0 Shares

নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন তথা রাজনৈতিক কর্ম প্রক্রিয়ায় নারীর অংশগ্রহনের মাত্রা ও কার্যকারিতা বৃদ্ধির উদ্দেশ্যে আজ ২০ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে রূপান্তর উন্নয়ন সংস্থার আয়োজনে জেলা প্রশাসন বরিশালের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার বাকেরগঞ্জ মাধবী রায়, উপজেলা নির্বাহী অফিসার শেখ আবদুল্লাহ সাদীদ, উপজেলা নির্বাহী অফিসার গৌরনদী ইসরাত জাহান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বরিশাল সদর রেহানা বেগম, সনাক সভাপতি ও নারীনেত্রী অধ্যাপীকা শাহ্ সাজেদা, সেইন্ট বাংলাদেশ এর প্রধান নির্বাহী কাজী জাহাঙ্গীর কবির, আভাস এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, আইসিডিএ প্রধান উপদেষ্টা আনোয়ার জাহিদসহ আরও অনেক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জেলা সমন্বয়কারী রূপান্তর আতাবুর রহমান টিপু। নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পটি বরিশাল জেলার ৪ টি উপজেলার বাস্তবায়ন করা হবে সদর, বানারীপাড়া, বাকেরগঞ্জ, গৌরনদীতে। বরিশালে প্রকল্পটি বাস্তবায়ন করবে আভাস। জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান বলেন, নারীর রাজনৈতিক ক্ষমতায় প্রকল্পটি নারী ক্ষমতায়নে বরিশাল জেলায় বিশেষ ভুমিকা রাখবে বলে আমি মনে করি।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap