রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:২৯ পূর্বাহ্ন

ভান্ডারিয়ায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে প্রবাসীর মরদেহ উদ্ধার

ভান্ডারিয়ায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে প্রবাসীর মরদেহ উদ্ধার

0 Shares

স্টাফ রিপোর্টার:
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জেলার ভান্ডারিয়া উপজেলার পূর্ব ধাওয়া গ্রামের একটি পুকুৃর থেকে প্রবাসীর লাশ উদ্ধার করে পুলিশ বলে জানান ভান্ডারিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন।
নিহত কুয়েত প্রবাসী নুরুল ইসলাম (লাল মিয়া) (৫০) জেলার ভান্ডারিয়া উপজেলার পূর্ব ধাওয়া গ্রামের মৃত জয়নাল হাওলাদারের পুত্র।
নিহতের ভাগিনা রিয়াজ মুন্সি জানান, তার মামা লাল মিয়া কুয়েতে থেকে ব্যবসা করেন। গত বুধবার থেকে তার মামা নুরুল ইসলাম (লাল মিয়া) নিখোঁজ ছিলো। অনেক খোঁজা-খুজির পর আজ রাতে লাল মিয়ার ভাই সালাম হাওলাদারের বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
রিয়াজ মুন্সি অভিযোগ করে জানান, জমি-জমা ও পাওনা টাকা নিয়ে বিরোধের কারণেই তাকে হত্যা করে লাশ পুকুরের পানিতে ফেলে দেয়া হতে পারে।
ভান্ডারিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করার ব্যবস্থা করা হচ্ছে। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap