বুধবার, ১৫ মে ২০২৪, ১০:০৫ অপরাহ্ন

এম রহমান রানার কবিতা ।।

এম রহমান রানার কবিতা ।।

0 Shares

বলোনে কবির আকাঙ্খা,
চাঁদ আমি সক্ষতা মাখা-মাখি..!
আমি হাঁটলেই চাঁদ হাঁটে..
আমি থেমে গেলে চলেনা আর আমার জন্য..!
সূর্য্য ডুবে গেলে,
চাঁদের হাসির মূর্ছনা আমি দেখি..!
আর রাত্রের তাঁরাদের দুষ্টমি..!
মুগ্ধ-মুগ্ধ হেম,শিশির ভিজায় দু’চোখের পাতা..
গ্রাম্য মেঠো পথ,লতা পাতা উদ্ভিদ,
জানা-অজানা হরেক ফুলের আকুতি..
জাগ্রত মগজের ভাজে-ভাজে,
আজও আমার চাঁদ আমার সঙ্গে হাঁটে..
ভাবনার চালানে,আলাল দুলালের মিষ্ট হাসি,
আর বন্ধু মিতার ভুলের চিঠি..
প্রথম প্রহর আর দিত্বীয় প্রহরের শিয়ালের ডাক,
ঝিঁ-ঝিঁ পোঁকার উচ্চ স্বর..!
ভালবাসায় আজও আমার চাঁদ,
আমার সাথেই হাঁটে..!

কবি:এম রহমান রানা

উপদেষ্টা – ইন্দুরকানী বার্তা।।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap