বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৬ পূর্বাহ্ন
কেউ চায় না হারিয়ে যাক,
তবুও হারিয়ে যায়,চোখের সামনে থেকে..!
যেমন একটু একটু করে দৃষ্টি হারায়..
যেমন একটু একটু করে শরীর ভাঙ্গে…
আকাশ রৌদ্রদৃপ্ত খেলায়,
নীলিমার বৃক্ষ কূলের মেলায়..!!
নীল আকাশ ছত্র ছায়ার বুকে,
চন্দ্র তারার অনুভবের শুখে..!!
আমি ভাবতে পারি সবই..!!
হতে পারি দুপুর রাতের কবি..!
চশমা চোখে তালিয়ে দেখা অক্ষর..
একই পথে হাটি,একই কক্ষ দোর..!
কেনো বৃদ্ধ,কোথায় যৌবন বেলা,
কোথায় প্রেমের ডাক,কোথায় স্বপ্ন খেলা..!
কোথায় রাত্রি যেগে স্বপ্ন পূরন আশা..
কোথায় সুরের বানে গানের উচ্চ স্বর..!
কোথায় বন্ধু মিতার যৌবনের ধর..!
কোথায় আপন স্মৃতি মালঞ্চেতে ধরা..!!
কোথায় বৃষ্টি বাদল চৈত্র মাসের খড়া..!!
কবি-এম রহমান রানা
উপদেষ্টা, ইন্দুরকানী বার্তা