মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৮:২৮ অপরাহ্ন

মঠবাড়িয়ায় গাঁজাসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ

মঠবাড়িয়ায় গাঁজাসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ

0 Shares

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় শুক্রবার রাতে এক কেজি গাঁজাসহ জাবের হাওলাদার (৩০) এবং ফারুক হাওলাদার (২৫) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার নীলপুর বাজার সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার জাবের হাওলাদার (৩০) উপজেলার বাদুরতলী গ্রামের নুরুজ্জামান হাওলাদারের ছেলে এবং ফারুক হাওলাদার (২৫) একই এলাকার নুরুল হক হাওলাদারের ছেলে।

মঠবাড়িয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানিক জানান, উপজেলার নীলপুর বাজার সংলগ্ন বাদুরতলী গ্রামের মাদক ব্যবসায়ী জাবেরের বাড়িতে মাদক কেনাবেচা হচ্ছে এবং এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় জাবেরের বাড়ির উঠানে পৌঁছলে মাদক ব্যবসায়ীসহ কয়েকজন মাদক ক্রেতা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে মাদক ব্যবসায়ী জাকির ও ফারুককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap