রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৭ পূর্বাহ্ন
দেশে গম ও ভুট্টার জাত, উৎপাদন এবং রোগবালাইসহ বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর জানা যাবে মোবাইল অ্যাপে। একই সঙ্গে অ্যাপে থাকবে গম ও ভুট্টা নিয়ে বিভিন্ন ধরনের তথ্য।
রোববার (২৩ আগস্ট) ‘গম ভুট্টা তথ্য ভাণ্ডার’ নামক অ্যাপটির উদ্বোধন করেছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনায় সভায় কৃষিমন্ত্রী এই অ্যাপ উদ্বোধন করেন।
মন্ত্রী বলেন, ‘দেশে গম ও ভুট্টার প্রচুর চাহিদা রয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদের খাদ্য হিসাবে ভুট্টা ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। সেজন্য, গম ও ভুট্টার উৎপাদন আরও বাড়াতে হবে। এ অ্যাপটি গম ও ভুট্টার উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহযোগিতা করবে। গবেষণার মাধ্যমে উন্নত নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবন ও ব্যবহারে সহায়তা করবে।’