মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০:১৩ অপরাহ্ন

ছেলেমেয়েদের বিদেশি ভাষা শেখানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

ছেলেমেয়েদের বিদেশি ভাষা শেখানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

ফাইল ছবি

0 Shares

ছেলেমেয়েদের বিদেশি ভাষা শেখার প্রতি জোর দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৫ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ বিষয়ে জোর দেয়ার পরামর্শ দেন তিনি।

একনেক সভা শেষে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘(প্রধানমন্ত্রী) আরেকটি কথা বললেন, ভাষা শেখেন, ভাষা। খালি বাংলা আর ইংরেজি শিখলে হবে না। চিনা ভাষা শেখেন, কাজে লাগবে। জাপানি শেখেন, কাজে লাগবে। ফরাসি ভাষা শেখেন, কাজে লাগবে। আমাদের ছেলেমেয়েরা যেন বেশি করে বিদেশি ভাষা শেখে।’

‘কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ ও ভ্রূণ স্থানান্তর প্রযুক্তি বাস্তবায়ন (তৃতীয় পর্যায়) (প্রথম সংশোধিত)’ নামেও একটি প্রকল্প আজকে অনুমোদন দেয়া হয়েছে। এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘এখানে প্রধানমন্ত্রী বলেছেন, আরও গবেষণা করুন। মাছ-মাংসের প্রচুর আছে। পুষ্টির দরকার আছে। বাঙালিরা যেন আরও শক্তিশালী হয়। বেশি করে প্রাণিজ আমিষ খেতে হবে। তবে অযথা পশুপাখি হত্যা করা যাবে না। যেগুলো খাওয়ার জন্য চাষ করেন, সেগুলো খেতে পারেন।’





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap