রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৩ পূর্বাহ্ন
ফেসবুকে এ মর্মান্তিক খবরটি জানিয়েছেন প্রথম আলোর সিটি এডিটর কামরুল হাসান। তিনি রাত সোয়া একটার দিকে লিখেছেন, নতুন প্রজন্মকে পথ দেখানো অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ফজলুল বারী, আমার বারী ভাইয়ের বড় ছেলে অমর্ত্য গতকাল বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেছেন। ( ইন্নালি… রাজেউন)
ফজলুল বারীর দীর্ঘদিনের সহকর্মী কামরুল হাসান আরও লিখেন, হে আল্লাহ জীবনভর মানুষের জন্য করে যাওয়া এই লোকটাকে তুমি শোক সহ্য করার ক্ষমতা দাও। তাঁকে কোনো কষ্ট দিও না খোদা।