রবিবার, ২৮ মে ২০২৩, ০৭:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় কলেজ ছাত্র ও পৌর ছাত্রলীগ নেতা শুভ শর্মা শীলের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করার মামলার ১ ও ৩ নং আসামি শাকিল আহমেদ সাদি (২৫) ও তানভীর মল্লিক (২২) কে গ্রেফতার করেছে সক্ষম হয়েছে থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার এক গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ঢাকার গুলশান এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেন।
আজ বুধবার (২৬ আগস্ট) সকাল ১১ টায় মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান মিলু তার অফিস কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।
তিনি বলেন, গত মঙ্গলবার (১৮ আগস্ট) পৌর ছাত্রলীগ নেতা ও কলেজ ছাত্র শুভ শর্মাকে প্রতিপক্ষরা তার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করে। তাৎক্ষণিক ঘটনার সাথে সংশ্লিষ্ট একজনকে এবং পরবর্তীতে আরো একজনকে আমরা গ্রেপ্তার করি। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার ১ ও ৩ নং আসামী শাকিল আহমেদ সাদী ও তানভীর মল্লিকে গতকাল মঙ্গলবার ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেফতার করতে আমরা সক্ষম হই। আজ বুধবার তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।