মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৭:৫৮ অপরাহ্ন
ঘুমের বিছানায় বিশ্রাম নেই আর,
অপেক্ষা করি রাত্রি পারের..!!
একেকটা দিন একেকটা রাত মাস,
বছরের রূপান্ত্রিত…
মাত্র কয়েক বছর হলেই যৌবন ছুটি নেয়..!
লাঠি ধরিয়ে বৃদ্ধের হাতে..!
বৃদ্ধ বেটা পুণ্যের খোঁজ করতে না করতেই,
পাপ আর অহংকার চেঁপে ধোরে শ্বাসনালী..!
বাঁচার থাকেনা পথ..!
নিমিষেই মৃত্যু নামের শব্দের কাছে পরাজিত হয়..!
কবি:এম রহমান রানা…