মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৮:৫৫ অপরাহ্ন
পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ গত মঙ্গলবার রাতে সাপেলজা বাজার থেকে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নাঈম (১৮) নামে এক বখাটেকে আটক করেছে। নাঈম আবাসনের বাসিন্দা আবদুল হক মোল্লার ভাগনে। সে নারায়নগঞ্জের চাষাড়া এলাকার মৃত ইব্রাহিম মিয়ার ছেলে। নাঈম মামা আব্দুল হক মোল্লার ঘরে বেড়াতে এসেছিল।
থানা সূত্রে জানা যায়, উপজেলার সাপলেজা ইউনিয়নের চরকগাছিয়া আবাসন এলাকায় গত মঙ্গলবার রাত নয়টার দিকে দিনমজুর বাবার কন্যা শিশুটি ঘরের দরজার সামনে দাড়ানো ছিলো। এ সময় বখাটে নাঈম শিশুটিকে চকলেট দেয়ার কথা বলে ঘরের পাশে বাথরুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার দিলে প্রতিবেশিরা ছুটে এসে বাথরুম থেকে শিশুটিকে উদ্ধার করে। পরে পুলিশ খবর পেয়ে রাত ১০টার দিকে উপজেলার সাপলেজা বাজার থেকে বখাটে নাঈমকে আটক করে।
থানার ওসি আ জ ম মাসুদুজ্জামান মিলু জানান, শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ খবর পেয়েই পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।