রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৪ পূর্বাহ্ন
ইন্দুরকানী বার্তা রিপোর্ট: ইন্দুরকানী বার্তা অনলাইন পত্রিকার উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও কবি এম রহমান রানার নামে ফেসবুকে ভুয়া আইডি খোলার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে এম রহমান রানার পক্ষে ইন্দুরকানী বার্তা অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রশান্ত কুন্ডু বরিশাল কোতয়ালী থানাকে অবগত করেছেন।
এম রহমান রানা।
কবি এম রহমান রানা বলেন, আজ (সোমবার) বিকেলে হঠাৎ করে আমার ছবি ব্যবহার করা “MD Mounil” নামের একটি ফেসবুক আইডি চোখে পরে। আমি এই নামে কোন ফেসবুক আইডি ব্যবহার করি না। আমার ব্যবহৃত আইডির নাম “M Rahman Rana”। কেউ হয়তোবা কোন অসৎ উদ্দেশ্যে আমার ছবি দিয়ে এটি খুলেছে। আমার সকল বন্ধুদের সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।
পাশাপাশি আমি অনুরোধ জানাই, যে এই ভুয়া আইডিটি খুলেছেন অচিরেই বন্ধ করে দিন। এই ভুয়া আইডিটি বন্ধ করা না হলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।
উল্লেখ্য, বিশিষ্ট ব্যবসায়ী, দানবীর ও কবি এম রহমান রানা ইন্দুরকানী উপজেলার সন্তান। ব্যবসার পাশাপাশি তিনি শখের বসে কবিতা ও গান লিখেন।