সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৩:৫১ অপরাহ্ন

কাউখালীতে চড়াদামে বিক্রি হচ্ছে আমন ধানের চারা

কাউখালীতে চড়াদামে বিক্রি হচ্ছে আমন ধানের চারা

0 Shares
স্টাফ রিপোর্টার:
কাউখালীতে চড়াদামে বিক্রি করা হচ্ছে আমন ধানের চারা। উপজেলার বাইরে বিভিন্ন স্থানে বীজতলা নষ্ট হওয়ায় কৃষক ওই চারাগুলো চড়াদামে কিনতে বাধ্য হচ্ছেন। কৃষকদের অভিযোগ, বাজার নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ না থাকায় ইচ্ছেমতো দাম হাঁকা হচ্ছে।
জোয়ারের পানি নেমে যাওয়ায় কৃষক আমন ধানে রোপণে ঝুঁকছেন। প্রতিদিন শত শত কৃষক আমন চারা কিনতে বিভিন্ন হাট বাজারে আসচ্ছেন।
বাজার ঘুরে জানা যায়, শুক্রবার কাউখালী ভাসমান চারার হাটে বাগেরহাট, রাজাপুর,মাদারিপুর, বানরীপাড়া সহ পিরোজপুর জেলার বিভিন্ন স্থান থেকে আমন চারা চারা কিনতে এসে বিপাকে চাষি এবং বিক্রতা।
চারা বিক্রেতা আলমগীর জানান, অতীতের যে কোনো সময়ে চেয়ে এবার বেশি দামে চারা বিক্রি হচ্ছে। প্রতি পোন চারা বিক্রি হচ্ছে দুইথেকে আড়াই হাজার টাকায়।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap