শুক্রবার, ১৭ মে ২০২৪, ০২:২৬ অপরাহ্ন

কাউখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা

কাউখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা

0 Shares

পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান চালিয়ে ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মো.শাহ শোয়াইব মিয়া এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন কাউখালীর স্যানিটারি ইন্সপেক্টর ইলিয়াস হোসেনসহ কাউখালী থানা পুলিশের একটি টিম।
অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক মো.শাহ শোয়াইব মিয়া জানান, কাউখালীর চিরাপাড়া ব্রীজ সংলগ্ন সার ও কীট নাশকের দোকান অভি অ্যান্ড অমি ব্রাদার্স সারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রি করায় এবং মেয়াদোত্তীর্ণ কীট নাশক বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় ২০হাজার টাকা এবং বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রায় মার্কারি ও হাইড্রোকুইনিন নামের দুটি ক্ষতিকর উপাদান থাকায় রং ফর্সাকারী ক্রিম বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় দক্ষিণ বাজার রোডের বাপ্পী ডিপার্টমেন্টাল স্টোরকে ১০হাজার টাকা জরিমানা করা হয়।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap