শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:৫৯ অপরাহ্ন

দ্বিতীয় মেয়াদে ইন্টারনেট ডেটা পেলো শাবির শিক্ষার্থীরা

দ্বিতীয় মেয়াদে ইন্টারনেট ডেটা পেলো শাবির শিক্ষার্থীরা

0 Shares

অনলাইন ক্লাসে শতাভাগ উপস্থিতি নিশ্চিতের লক্ষ্যে দ্বিতীয়বারের মতো দুই হাজার ২৪৩ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১৫ জিবি করে ইন্টারনেট ডেটা দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্য বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রথম দিক থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক বিভাগে অনলাইনে ক্লাস চলছে। যাতে সেশনজট না হয়, সেজন্য আমরা অনলাইনে ক্লাস শুরু করি। অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতে তাদের ইন্টারনেট ডেটা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আগামী অক্টোবর মাসের মধ্যে চলতি সেমিস্টারের ক্লাস শেষ হবে। আর ততদিনে ক্লাস অনলাইনে পরিচালনা করতে আমাদের এ লজিস্টিক সাপোর্ট অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ১৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের দুই হাজার ২১৬ জন শিক্ষার্থীকে প্রথমবারের মতো ১৫ জিবি করে ইন্টারনেট ডেটা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap