শুক্রবার, ০৩ মে ২০২৪, ১১:৩৫ পূর্বাহ্ন

মেলান্দহ উপজেলা ছাত্রদলের পদবঞ্চিত ১৩ নেতার বিক্ষোভ

মেলান্দহ উপজেলা ছাত্রদলের পদবঞ্চিত ১৩ নেতার বিক্ষোভ

0 Shares

জামালপুরের মেলান্দহ উপজেলা ছাত্রদলের পদবঞ্চিত ১৩ জন নেতা ক্ষোভ প্রকাশ করেছেন। যথাযথ মূল্যায়ণ না করে পকেট কমিটি ঘোষণার অভিযোগ তুলে তারা এই ক্ষোভ প্রকাশ করেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মেলান্দহে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম তামিম।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ‘ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের বঞ্চিত করে অর্থের বিনিময়ে উপজেলা ছাত্রদলের পকেট কমিটি ঘোষণা করা হয়েছে। সেই কমিটিতে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে।’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে নবঘোষিত উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ভেঙে দিয়ে তদন্ত করে তৃণমূলের মতামতের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণার দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক লিখন খন্দকার, শরিফ হোসেন, রাকিবুল ইসলাম, মোজাম্মেল হক, সদস্য তৌকির মিয়া, মাফিজুল ইসলাম প্রান্ত প্রমুখ।

এরপর পদবঞ্চিত নেতারা একটি বিক্ষোভ মিছিল বের করে মেলান্দহ শহর প্রদক্ষিণ করেন।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap