মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৯:৪৭ পূর্বাহ্ন

সোনামসজিদ দিয়েও পেঁয়াজ আমদানি বন্ধ

সোনামসজিদ দিয়েও পেঁয়াজ আমদানি বন্ধ

0 Shares

দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দর দিয়েও পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে ভারত। সোমবার (১৪ সেপ্টেম্বর) নতুন করে কোনও আমদানি অর্ডার নেয়নি দেশটি।
সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, রবিবার (১৩ সেপ্টেম্বর) আমদানি অর্ডারের বিপরীতে সোমবার ৪৪টি পেঁয়াজের ট্রাক বাংলাদেশে প্রবেশ করলেও নতুন করে পেঁয়াজ রফতানির কোনও ডকুমেন্টস ভারতীয় কাস্টমস পারমিশন দেয়নি। ফলে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে পেঁয়াজ আমদানি না হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে, সোনামসজিদ স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার সাইফুর রহমান জানান, পেঁয়াজ রফতানি বন্ধের বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন। কাস্টমস অ্যাসিসট্যান্ট কমিশনার স্বাক্ষরিত এক আদেশে ভারতের পক্ষ থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ রফতানি বন্ধের বিষয়টি নিশ্চিত করা হয়।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap