বুধবার, ১৫ মে ২০২৪, ১০:৩৫ অপরাহ্ন

তিশার পর করোনায় আক্রান্ত হলেন তাহসান

তিশার পর করোনায় আক্রান্ত হলেন তাহসান

0 Shares

বিনোদন ডেস্ক ‍॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শিল্পী ও অভিনেতা তাহসান খান। সম্প্রতি একটি নাটকের শুটিং সেটে তাঁর সহশিল্পী তানজিন তিশা করোনায় আক্রান্ত হওয়ার পর আইসোলেশনে চলে যান তাহসান। আজ এক বিবৃতিতে নিজে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান এই তারকা। পাশপাশি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন তিনি।

সহশিল্পী তানজিন তিশার আক্রান্ত হওয়ার খবর শোনার পরপরই করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন তাহসান। সে সময় তাঁর শরীরে করোনার সামান্য কিছু লক্ষণও ছিল। শুক্রবার পরীক্ষার ফল হাতে পাওয়ার পর এক বিবৃতিতে তাহসান জানান, তিনি করোনায় আক্রান্ত।

‘মানি মেশিন’ নামে একটি ওয়েবভিত্তিক প্রযোজনার শুটিংয়ে অংশ নিয়েছিলেন তাহসান ও তানজিন তিশা। গত সপ্তাহে হঠাৎ সেই শুটিং থেকে বিরতি নেন তিশা। পরে তিশা জানান, তিনি করোনায় আক্রান্ত। এরপর ওই ইউনিটের প্রায় সবাই আইসোলেশনে চলে যান। তাহসান গনমাধ্যমকে বলেন, ‘যেহেতু আমরা তিশার সঙ্গে কাজ করেছি, তাই নিয়ম অনুসারে সবারই আইসোলেশনে যাওয়া উচিত। পরে দেখলাম, আমারও ছোটখাটো লক্ষণ আছে। সে কারণে পরীক্ষা করিয়ে ফেললাম। ফল পেয়েছি। আমিও করোনাভাইরাসে আক্রান্ত।’

তবে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জন্য তাহসান জানিয়েছেন, তাঁর জ্বর বা কোনো মারাত্মক শারীরিক সমস্যা নেই। তবে সামান্য দুর্বলতা ও পেশিব্যথা আছে। তাঁকে নিয়ে দুশ্চিন্তা না করার অনুরোধ জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন তাহসান খান।

এদিকে তানজিন তিশা করোনায় আক্রান্ত হওয়ার খবর জানার পরই নাটকের সব কাজ বাতিল করেছেন তাহসান। নির্মিতব্য সব কটি নাটকের কাজ স্থগিত হওয়ায় একপ্রকার বিপদেই পড়েছেন নির্মাতারা।

ব্যান্ডের শিল্পী হিসেবে বিনোদন অঙ্গনে ক্যারিয়ার শুরু করেন তাহসান খান। ‘ব্ল্যাক’ ব্যান্ড দিয়ে যাত্রা শুরু করে পরে দল ছেড়ে একক শিল্পী হিসেবে কাজ শুরু করেন তিনি। পরে টেলিভিশন নাটক, টেলিছবি ও বড়পর্দায় অভিনয় করেছেন তিনি। সম্প্রতি তিনি শেষ করেছেন ‘হ্যালো বেবি’ শিরোনামে একটি নাটকের শুটিং। ওয়েবের জন্য নির্মিতব্য ‘মানি মেশিন’ পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap