শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:৩৮ পূর্বাহ্ন

বাস্তবধর্মী কবি এম রহমান রানার নতুন একটি কবিতা

বাস্তবধর্মী কবি এম রহমান রানার নতুন একটি কবিতা

0 Shares

চিঠি লিখে মনের কথা,
তোমায় যখন বলতাম..
তোমার পথে নিত্যদিন,
মনের সুখে চলতাম..!
কতই ভাল লাগতো,
কতই সুখ জাগতো..
তোমার মুখের একটু হাসি,
মনকে দিত জ্যোৎস্নায় ভাসি,
লাগতো কত মধুর..
একটা দিন না দেখলে,
দু:খে-কষ্টে বেদুর..!
যৌবনের প্রথম বেলা,
প্রেমের আভা মধুর খেলা,
লাগতো কত বেস,
এই বেলাতে আজও ভাবি,
ঐ সময়ের রেস..
কত মায়া বুনো ফুলে,
নিজ গ্রামের কদম তলে..
বকুল ফুলের মালা গেথে,
দাড়িয়ে থেকে,হাঁটার পথে…
শুখনো মালার অশেষ ঘ্রাণে,
মৌ-মৌ গন্ধ প্রানে.. লুকিয়ে দিতাম পত্র ফুল,
তোমার হাঁটার সাথে..
আমি আজও যুবক ভাবি,
গল্প কথায় একই সবই..
বয়স নিয়েছে ইচ্ছে তবে,
ভাবনার দো’কূল পাঠ..
এক পাটেতে আমি হেঁটে,
খুঁজছি জীবন হাঁট..
জীবন খানি কেমন গেলো,
ভাবলে শুধুই স্মৃতি,
মনের কোণে আজও ভাসে,
যৌবন বেলার প্রীতি..!!

কবি:এম রহমান রানা





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap