শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৯:০৩ পূর্বাহ্ন

ইন্দুরকানীতে ৮ দলীয় হা-ডু-ডু টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ইন্দুরকানীতে ৮ দলীয় হা-ডু-ডু টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

0 Shares

স্টাফ রিপোর্টার:
পিরোজপুরের ইন্দুরকানীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ৮ দলীয় হা-ডু-ডু টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার পশ্চিম বালিপাড়া নূরিয়া দাখিল মাদ্রাসা মাঠে টূর্ণামেন্টর এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় বালিপাড়া যুব টাইগার্স ক্লাবকে ৮-০ পয়েন্টে হারিয়ে বিজয়ী হয় পশ্চিম বালিপাড়া বন্ধু মহল। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ হা-ডু-ডু খেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে অশংখ্য দর্শকের সমাগম ঘটে খেলার মাঠে।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার তুলে দেন বালিপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি কবির হোসেন সহ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বালিপাড়া ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য ইয়াকুব আলী হাওলাদার, ইউনিয়ন জেপির সদস্য সচিব ও সাবেক ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান ছগির, ইউপি সদস্য সহিদুল ইসলাম বাবুল তালুকদার, বালিপাড়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের আহবায়ক আলী আকবর রেজা, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাহাত খান রাজু, বিজয়ী দলের অধিনায়ক জসিম, রানার্সআপ দলের অধিনায়ক মো: ছালেক প্রমুখ।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap