শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৪১ অপরাহ্ন

সিলেটে রায়হান হত্যা: ৫ দিনের রিমান্ডে কনস্টেবল হারুন

সিলেটে রায়হান হত্যা: ৫ দিনের রিমান্ডে কনস্টেবল হারুন

0 Shares

ইন্দুরকানী বার্তা ডেস্ক ঃ সিলেটে পুলিশি নির্যাতনে রায়হান নিহতের ঘটনায় সাময়িক বরখাস্ত বন্দর বাজার ফাঁড়ির কনস্টেবল হারুনুর রশিদকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার তাকে আদালতে তোলা হলে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন জানানো হলে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের পুলিশ সুপার খালেদুজ্জামান।

এর আগে শুক্রবার রাতে এসএমপি রিজার্ভ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে পিবিআই। হারুনুর রশিদসহ এ মামলায় এখন পর্যন্ত দুজনকে গ্রেফতার করে পিবিআই।

এর আগে কনস্টেবল টিটু চন্দ্রকে গ্রেফতার করা হয়। রায়হান হত্যার ঘটনায় গত ১২ অক্টোবর এসআই আকবর ও কনস্টেবল হারুনুর রশিদসহ চারজনকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করে এসএমপি।

এর মধ্যে পালিয়ে যায় আকবর। বাকি ছয়জনকে কড়া নিরাপত্তায় এসএমপি পুলিশ লাইনে রাখা হয়।

প্রসঙ্গত, গত ১১ অক্টোবর সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে ধরে নিয়ে টাকার জন্য অমানবিক নির্যাতন করা হয় নগরীর নেহারিপাড়া এলাকার বাসিন্দা রায়হানকে (৩৩)। ভোরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় রোববার দিবাগত রাতে সিলেট কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন নিহত রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap