শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:১৭ অপরাহ্ন

পিরোজপুরে পুলিশের অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

পিরোজপুরে পুলিশের অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

0 Shares

পিরোজপুর প্রতিনিধি :
মাছ ধরার উপর চলমান নিষেধাজ্ঞাকালীন সময়ে অবৈধভাবে মাছ ধরার সময়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে পিরোজপুরের কঁচা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জাল জব্দ করা হয়। অভিযানে পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান অংশ নেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা মৎস কর্মকর্তা মোঃ আব্দুল বারী,অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহ্নেওয়াজ, পিরোজপুর সদর ও কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় জাল ফেলে পালিয়ে যাওয়ায় জেলেদের কাউকে আটক করতে পারেনি পুলিশ। পরবর্তীতে উদ্ধারকৃত জালগুলো পিরোজপুর সদর উপজেলার কুমিড়মারা ফেরিঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়।
দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রধান প্রজনন মৌসুমে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন নদীতে জাল দিয়ে সকল ধরণের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার।

 





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap