শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৫০ পূর্বাহ্ন

ইন্দুরকানীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে সভা অনুষ্ঠিত

ইন্দুরকানীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে সভা অনুষ্ঠিত

0 Shares

মোঃ এম.এইচ শিমুল : মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এ শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় পিরোজপুরের ইন্দুরকানীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশিং ডে উপলক্ষে শনিবার বেলা ১০টায় ইন্দুরকানী চত্তরে থানা পুলিশের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি মাহমুদুল হক দুলাল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাড, এম মতিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মাদ আল-মুজাহীদ, থানা অফিসার ইনর্চাজ হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ লতিফ হাওলাদার, বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান গোলাম ছরোয়ার বাবুল, উপজেলা জাতীয় পার্টি জেপি সদস্য সচিব শাহিন হাওলাদার,যুগ্ম আহবায়ক কাওছার আহমেদ দুলাল প্রমুখ।

সভায় বক্তরা বলেন, আইন শৃঙ্খলা রক্ষা কমিউনিটি পুলিশিং কর্মসূচি প্রশংসনীয় ভুমিকা রাখতে সক্ষম হয়েছে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ বাহিনীকে আরো জনমুখী করতে সাধারণ মানুষের দোড় গোড়ায় পুলিশী সেবা পৌছে দিতে চালু করেছেন বিট পুলিশিং কার্যক্রম। ইতোমধ্যে সাধারণ জনগণ কমিউনিটি পুলিশিংয়ের পাশাপাশি ও বিট পুলিশিং কার্যক্রমের সুফল পেতে শুরু করেছে।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap