মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৫:১৯ অপরাহ্ন

ইন্দুরকানীর চন্ডিপুরে ইউনিয়ন কৃষক লীগের বর্ধিত সভা ; আহবায়ক কমিটি গঠন

ইন্দুরকানীর চন্ডিপুরে ইউনিয়ন কৃষক লীগের বর্ধিত সভা ; আহবায়ক কমিটি গঠন

0 Shares

স্টাফ রিপোর্টার:
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়ন কৃষকলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।

মোয়াজ্জেম হোসেন মাঝীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি এ্যাড, এম মতিউর রহমান। বিশেষ অতিথি জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. ছাইদুর রহমান টিটু, এ্যাড মানোষ কুমার বৈরাগী, উপজেলা কৃষক লীগের সভাপতি রুহুল আমিন বাগা, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, চন্ডিপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান স্বপন মাঝি, বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, খলিলুর রহমান সরদার, আব্দুর রহিম, সিরাজুল ইসলাম টিটু, আসাদুজ্জামান আসাদ প্রমুখ।


এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল মজিদ বিকম, চন্ডিপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, পাড়েরহাট ইউনিয়ন যুবলীগের আহবায়ক মাইনুল সিকদার, উপজেলা কৃষকলীগ সদস্য ইলিয়াছ হোসেন বাবুল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, ইউপি সদস্য সহিদুল ইসলাম, যুবলীগ নেতা আব্দুল বারেক হাওলাদার, জিয়াউল হাচান, ইমরান হোসেন বাপ্পি মোল্লা, আসাদুল ইসলাম মুন্না প্রমুখ।

সভা পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাহাত হোসেন গাজী।
সভায় বক্তারা বলেন, বর্তমান আ.লীগ সরকার কৃষি বান্ধব সরকার। কৃষি খাতে উন্নয়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে। কৃষির উৎপাদন বৃদ্ধিসহ এর সাফল্য ধরে রাখতে সরকার প্রতি বছর হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। যার কারনে কৃষির এ সাফল্যতে আজ খাদ্যে সয়ংস্পূর্ণ দেশ।
সভা শেষে মোয়াজ্জেম হোসেন মাঝীকে আহবায়ক, আসাদুজ্জামান আসাদ, সিরাজুল ইসলাম টিটুকে যুগ্ন-আহবায়ক এবং আব্দুর রহিমকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট চন্ডিপুর ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।

 





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap