শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:২৮ অপরাহ্ন

ইন্দুরকানীতে তিন দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

ইন্দুরকানীতে তিন দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

0 Shares

ইন্দুরকানী প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি বিস্তারের লক্ষ্যে ১৬ নভেম্বর রাতে ইন্দুরকানী উপজেলা পরিষদ মাঠে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়রা সিদ্দিকার স্বার্বিক তত্বাবধানে তিন দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। গোপালগঞ্জ,খুলনা,বাগেরহা,সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্প, খুলনার অর্থায়নে কৃষি প্রযুক্তি মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু।
উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মাদ আল-মুজাহীদের সভাপতিত্ব এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ চিন্ময় রায়, ইন্দুরকানী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড এম মতিউর রহমান, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টি জেপি সভাপতি আছাদুল কবির স্বপন তালুকদার, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান সেলিম, ইন্দুরকানী উপজেলা প্রকৌশলী লায়লা মিথুন, ইন্দুরকানী থানা অফিসার ইনর্চাজ হুমায়ুন কবির, উপজেলা কৃষিসম্প্রারণ অফিসার আসাদুজ্জামান, সহকারি কৃষি সম্প্রাসারণ অফিসার সাঈদুর রহমান, উপ-সহকারি কৃষি অফিসার ইব্রাহীম সর্দার, জাহিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত উপ-সহকারি কৃষি অফিসার আ ফ ম রেজাউল করিম প্রমুখ।
অতিথিবৃন্দ মেলার উদ্বোধন শেষে বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এবছর ২০ টি স্টলে সুসজ্জিত মেলা প্রাঙ্গণের নজর কারা সৌন্দর্য দেখে মুগ্ধ হন আগত দর্শনার্থীরা।
এর আগে ইন্দুরকানী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কতৃক নির্মিত প্রায় ৩ কোটি ২৫ লক্ষ টাকা ব্যায়ে ৬ টি প্রকল্প কাজের উদ্বোধন করেণ আনোয়ার হোসেন মঞ্জু-পাড়েরহাট ইউনিয়নের ১০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় চার তলা একাডেমি ভবন নির্মান কাজের উদ্বোধন, ৫ নং লক্ষীদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবন ও ২৪ নং মধ্য ইন্দুরকানী সরকারি প্রাথমকি বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবন, পাড়েরহাট সওজ সড়ক ও জিসি সড়কের রক্ষনাবেক্ষন কাজ ও লক্ষীদিয়া গ্রাম সড়ক রক্ষনা বেক্ষন কাজ সহ পাড়েরহাট ইউনিয়ন ও পত্তাশী ইউনিয়ন ওয়াপদার হাট সড়কের রক্ষনাবেক্ষন কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap