শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৪৫ অপরাহ্ন

পিরোজপুরে গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহনে রিফ্রেশার্স প্রশিক্ষন সভা অনুষ্ঠিত

পিরোজপুরে গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহনে রিফ্রেশার্স প্রশিক্ষন সভা অনুষ্ঠিত

0 Shares

নিজস্ব প্রতিবেদকঃ
বেসরকারী উন্নয়ন সংস্থা ডাক দিয়ে যাই এর উদ্যোগে ২৪ নভেম্বর, ২০২০ তারিখ অনুষ্ঠিত হলো ইন্দুরকানী উপজেলার ১৬ জন সিবিও-কমিউনিটি বেজড অর্গানাইজেশন এবং সিএসও-সিভিল সোসাইটি অর্গানাইজেশন এর নেতাদের সামাজিক নিরীক্ষা ও সরকারী আর্থিক ব্যবস্থাপনা টুল্স বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং অক্সফাম বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় বাস্তবায়নাধীন গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশ গ্রহণ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে সরকারী-বেসরকারী উন্নয়ন কর্মকান্ডে সিবিও-সিএসও সংগঠনের সম্পৃক্ততা বিষয়ে আলোচনা হয়।

অংশগ্রহণকারীগণ সামাজিক নিরীক্ষা ও সরকারী আর্থিক ব্যবস্থাপনা টুল্স, লক্ষ্য উদ্দেশ্য কর্মকৌশল জানতে পারে। প্রশিক্ষণে সামাজিক প্রতিষ্ঠানের দায়িত্বশীল হিসেবে তাদের ভূমিকা ও করণীয় তুলে ধরা হয়। প্রশিক্ষণে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব শফিকুল ইসলাম, পিরোজপুর জেলা নেটওয়ার্কের সভাপতি ও ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি জনাব মোঃ আলমগীর কবির মান্নু এবং যুগ্ম সম্পাদক জনাব দিবাকর দত্ত অংশগ্রহন করেন। উপস্থিত অতিথিবৃন্দ বলেন-এ প্রশিক্ষণের মাধ্যমে উন্নয়ন কর্মকান্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে যাতে উন্নয়ন মান সম্পন্ন ও টেকসইতা অর্জন করতে পারে।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap