মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৯:০৬ অপরাহ্ন

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে উজিরপুরে বিক্ষোভ

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে উজিরপুরে বিক্ষোভ

0 Shares

নাজমুল হক মুন্না ::কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে উজিরপুর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। ঢাকার ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামী দলের বিরোধিতার মধ্যে শুক্রবার রাতে কুষ্টিয়ায় জাতির পিতার নির্মাণাধীন একটি ভাস্কর্য ভাংচুর করা হয়। সারা দেশের ন্যায় সকাল ১১ টায় উজিরপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে নেতাকর্মীদের অংশগ্রহণে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কার্যালয় এসে শেষ হয়।

প্রতিবাদ সভায় পৌর মেয়র গিয়াস উদ্দিন বলেন, যারা রাতের অন্ধকারে চোরের মতো জাতির পিতার ভাস্কর্য ভেঙেছেন, যদি আপনাদের এত ঈমানী শক্তি থাকে পারলে দিনের আলোয় সামনে আসেন। ‘পাকিস্তানের দোসরা সক্রিয় হয়ে উঠেছে। একাত্তরের এই মৌলবাদী অপশক্তিকে মুক্তিযোদ্ধারা জবাব দিয়েছে, এখন আবার তারা মাথাচাড়া দিয়ে উঠতে চায়। এবারও এই মৌলবাদী শক্তিকে পরাজিত করতে হবে। এদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাসভাপতি এস এম জামাল হোসেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আ মজিদ সিকদার বাচ্চু,সাবেক চেয়ারম্যান মো হাফিজুর রহমান ইকবাল, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সাংগঠন সম্পাদক আবিদ আল হাসান,উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু,উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি অশোক কুমার হালদার, যুবলীগ সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কামাল হোসেন সবুজ, ইউপি চেয়ারম্যান এডভোকেট শহিদুল ইসলাম, সরোয়ার হোসেন,মোহাম্মদ ইউসুফ হোসেন হাওলাদার,কাজী হুমায়ুন কবির ,ছাত্রলীগ সাবেক সভাপতি তাপস সাহা,আনিসুর রহমান নয়ন,শ্রমিক লীগের আহ্বায়ক আনোয়ার হোসেন খান ,যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম শিপন,ছাত্রলীগ সভাপতি অসীম ঘরামি সাধারন সম্পাদক জালিস মাহমুদ শাওন, প্রমুখ।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap