সোমবার, ২০ মে ২০২৪, ১১:৫৭ পূর্বাহ্ন

এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গান লিখেছেন এম রহমান রানা

এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গান লিখেছেন এম রহমান রানা

0 Shares

ইন্দুরকানী বার্তা রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি গান লিখেছেন ইন্দুরকানীর কৃতিসন্তান, বিশিষ্ট শিল্পপতি, কবি ও গীতিকার এম রহমান রানা। গানটিতে শেখ হাসিনার নেতৃত্ব, দেশের উন্নয়ন ও তাঁর সাফল্যের নানা দিক তুলে ধরা হয়ছে।

গানটি নিয়ে এম রহমান রানা বলেন, শেখ হাসিনা আমাদের প্রাণের নেত্রী। তাঁর নেতৃত্বে আমাদের দেশ অনেক এগিয়ে গেছে। পুরো দেশে উন্নয়নের জোয়ার বইছে। তার মতো একজন মহান নেত্রীকে নিয়ে গান লিখতে পারা মানে নিজেকে ভাগ্যবান মনে করছি। আমার এই গান তার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু এবং জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে আমি প্রায় পঞ্চাশটির (৫০) মত গান লিখেছি। এর মধ্যে এই গানটি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব, দেশের উন্নয়ন ও তাঁর সাফল্যের নানা দিক তুলে ধরে রচিত করা হয়েছে। তিনি আরো বলেন, এই গানটিতে বড় একটি চমক থাকবে। শিগগিরই গানটির একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। যা পরবর্তীতে ইউটিউবের মাধ্যমে প্রচার করা হবে।

অন্যদিকে, এম রহমান রানার ব্যক্তিগত ফেসবুকে গানটির কথা পোস্ট করার পর থেকে কমেন্টস করে একের পর এক শুভেচ্ছা ও শুভকামনা বার্তা পাঠাচ্ছেন ভক্তরা। গানটির কথা অসাধারণ হয়েছে বলেও কেউ কেউ মত প্রকাশ করেছেন।

নিচে গানটির কথা হুবহু তুলে ধরা হলো :

স্থায়ী

বঙ্গবন্ধুর সোনার দেশে,
সোনা ফলে হেসে-হেসে,
সুবাতাস বইছে দেখো সারা বাংলা গাঁয়..
চরছে দেখো শেখ হাসিনা জোয়ার দিয়া নায়ে..

প্রথম অন্তরা

সুখ বয়ে যায় চারিদিকে,উন্নয়ণের ছকে-ছকে..
টিয়া,দোয়েল,কোকিল পাখি গায়..
চেয়ে দেখো শেখ এর বেটি যায়..
শেখ হাসিনা চরছে যে নৌকায়.!.
মানব সম্পদ উন্নয়নে,স্বাস্থ্যের প্রয়োজনে,
দেশে বিদ্যুতের চাহিদা যে হয়েছে পুরণ..
দেশে অনাহারি নেই যে এখন..
মৃত্যুর হার কমে গেছে,গড় আয়ু বেড়ে গেছে,
দেশটা আজ পৌঁছে গেছে,মধ্য সারির আয়..
দেখে যা শেখ হাসিনা নৌকা বেয়ে যায়…

দ্বিতীয় অন্তরা

দেশটা আজ অনেক সুখে,মানুষ সব বলে মুখে..
রাস্তা ঘাট বানিজ্যতে চিহ্ন তারি রয়…
চেয়ে দেখো শেখের বেটি যায়..
শেখ হাসিনা চরছে যে নৌকায়..
বৈদেশিক রপ্তানিতে,রেমিডেন্স বেড়ে যেতে,
দেশের চেহারায় হইছে উন্নয়ন..
বনায়ন সারা দেশে,সম্মৃদ্ধতে বন..
পদ্মা সেতুর বাস্তবায়ন,স্যাটালাইট উড্ডায়ন,
আনুবিক বিদ্যুতে দেশ ভরিয়া যায়..
দেখে যা শেখ হাসিনা নৌকা বেয়ে যায়…

গীতিকার:এম রহমান রানা..





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap