শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:১৯ অপরাহ্ন

মঠবাড়িয়ায় ডাকাতির মালামাল ভাগাভাগির ঘটনায় খুন-এক বছর পর পালাতক আসামী গ্রেপ্তার

মঠবাড়িয়ায় ডাকাতির মালামাল ভাগাভাগির ঘটনায় খুন-এক বছর পর পালাতক আসামী গ্রেপ্তার

0 Shares

এজাজ চৌধুরী, মঠবাড়ীয়া প্রতিনিধিঃ  পিরোজপুরের মঠবাড়িয়ায় ডাকাতির মালামালের ভাগাভাগি নিয়ে চাঞ্চলকর মাসুম হত্যা মামলার আসামী আবুল কালাম কাশু (৩১) কে এক বছর পর রোববার রাতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত কালাম উপজেলার ভেচকি গ্রামের শহিদ হুজুরের ছেলে। নিহত মাসুম মহিপুর উপজেলার বিপেরপুর গ্রামের শাহজাহান শিকদারের ছেলে।

এস আই শহিদ জানান, গত বছরের ১৯ জানুয়ারি রোববার বিকেলে উপজেলার ভেচকী গ্রাম থেকে
নিহত মাসুম (৩৭) এর লাশ উদ্ধার করা হয়। ডাকাতির মালামালের ভাগাভাগি নিয়ে মাসুমকে হত্যা
করে ধান ক্ষেতে ফেলে রাখা হয়।

মাসুম আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ছিলো। এ ঘটনার পর থেকে আবুল কালাম কাশু পালিয়ে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার
রাতে উপজেলার ভেচকি নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বলেন, আবুল কালাম কাশুও আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয়
সদস্য। কাশুর বিরুদ্ধে ডাকাতি ছাড়াও একাধিক বিভিন্ন মামলা রয়েছে। তাকে সোমবার আদালতে
সোপর্দ করা হয়েছে।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap