শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:৫৮ অপরাহ্ন

কবি এম রহমান রানার অসাধারণ একটি কবিতা || অদ্ভুদ এক আসক্তি ||

কবি এম রহমান রানার অসাধারণ একটি কবিতা || অদ্ভুদ এক আসক্তি ||

0 Shares

||অদ্ভুদ এক আসক্তি||

হৃদপিন্ডটা থেমে গেলে আমি নাই হয়ে যাবো..
আমি বুঝতে পারি,
তবুও তোমার আকর্ষৎ ধাক্কায় থামিয়ে দেয়,
বার-বার হৃদপিন্ডটাকে..
শ্বাস নিতে একদম কষ্ট হয়..
চোখ ঝাপসা হয়ে যায়..
সমস্ত অঙ্গ গুলো এলো-মেলো হয়ে যায় মুহুর্তে..
আমার আমিতে কেমন যেনো হয়ে যাই..
অসার পদার্থের মত..
তবুও তোমার ভাবনা মুছতে পারিনা কোখনই…
এমন একটা জায়গায় স্থান করেছো..
নেই কোন ঔষধ,নেই কোন ডাক্তার..
ঠিক তুমিই চিকিৎসক..
অদ্ভুদ আসক্তি,অদ্ভুদ মিষ্টি যন্ত্রনা,অদ্ভুদ ভাবনা..
রক্ত মাংসের মানুষ…
আরেক রক্ত মাংসের মানুষের অস্তিত্বে মিশে গেছে অক্সিজেনের মত..
দুর্লভ ভাবনার আকাশ, সাত রঙের রং ধনু বিশ্বাসে, এক মৌলিক উধাহরণ..
প্রেম মহত্ত্ব,প্রেম শাশ্বত জগৎ..

কবি:এম রহমান রানা…





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap