শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:৩৪ পূর্বাহ্ন

অবৈধভাবে ভারতে ঢুকতে গিয়ে ঝিনাইদহ সীমান্তে ইন্দুরকানীর চারজনসহ আটক- ৯

অবৈধভাবে ভারতে ঢুকতে গিয়ে ঝিনাইদহ সীমান্তে ইন্দুরকানীর চারজনসহ আটক- ৯

0 Shares

 

অনলাইন ডেস্ক:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নয় বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।
গতকাল বৃহস্পতিবার রাতে মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া গ্রামের সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
শুক্রবার সকালে আটকের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন বিজিবির মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পরিচালক কামরুল আহসান।
আটককৃতদের মধ্যে রয়েছেন- চারজন পুরুষ, দুজন নারী ও তিন শিশু।
আটককৃতরা হলেন- পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার কলারন গ্রামের নাজেম জমাদ্দার ছেলে মো. হাফিজুর রহমান (৫০), একই গ্রামের মো. হাফিজুর হোসেনের ছেলে মো. রিয়াদ হোসেন (৭), বারেক জমাদ্দার ও মো. সুমন হোসেন (২১)।
এছাড়া আকটকৃত অপর পাঁচজন নড়াইল জেলার চাচুড়ি গ্রামের আহম্মদ শেখের ছেলে মো. ইমদাদুল (২৫), মো. মহাসিন হোসেনের ছেলে মো. মাহমুদুল (৩০), মো. মাহমুদুল হকের স্ত্রী মোছা. কুলসুম (২২) ও তার মেয়ে নাইমা (২), মো. সোহাগ আলীর স্ত্রী মোছা. আছমা খাতুন (২৫) ও তার মেয়ে মোছা. সোহাগী (৩)।
আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১) (গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়েরের পর তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। (সূত্র: দেশ রুপান্তর)

 





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap