শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:১৩ অপরাহ্ন

সাংবাদিক শিরিনা আফরোজের নতুন কবিতা ‘দূর যাত্রা’

সাংবাদিক শিরিনা আফরোজের নতুন কবিতা ‘দূর যাত্রা’

0 Shares

দূর যাত্রা
শিরিনা আফরোজ

জানি পেয়ে যাবো নিমন্ত্রন নীল আকাশে৷
জানি ধ্রুবতারা হব চাঁদকে ভালোবেসে।
এতদিনের বিশ্বাস, ভরসা, আস্থায় মনের
অজান্তেই লেগেছে বিষাক্ত পোকা।
অনেক হয়েছি ক্ষত, অনেক পেয়ছি ধোকা।
সে সেসবের নীরব স্বাক্ষ্য হয়ে
পড়ে রইলো জন্মস্থানের মাটি,
তার কাছে জমা রাখলুম বিগত ছল
নীরব অস্রুজল আর যতো খুনসুটি।
একদিন বিপ্লবীর মত আমিও ছিলাম
মিছিলের অগ্রভাগে।
শক্তি শালী অসাধারন সব কাব্য লিখেছিলাম
আমার নিস্কন্টক ত্যাগে।
আজ তাদের মিলেগেছে মুক্তি
যা ছিলো তার সবটাই দিয়েছি
হাতে রাখি নাই এক রক্তি।
বিপন্ন মানুষের বিষন্ন কান্নায় নিশ্চুপ
থাকিনাই কোনদিন।
অথচ এদেরই কেউ কেউ বাজিয়েছে
আমারই মৃত্যু বীন।
বন্ধুর বেশ ধরে যে শক্রু আসে
আমি তাকে প্রান দিয়েছি অকুন্ঠ ভালোবেসে।
আমার বসন্ত দুমরে মুচরে
দিয়েছে যে বৈশাখ এনে।
আমি দুই হাতে তার চৌচির ক্ষেতে
গেলাম আগামীর ফসল বুনে।
তোমাদের পথে পথে উজ্জল অরুনী
তোমরা অনন্ত সুখী সেও আমি জানি।
আমি থাকি পথে পথে নগরে, বন্দরে
ভাটার নৌকার পাল তুলে দেই জোয়ারে।
দুঃখটা রয়েই গেলো হিরে ফেলে
কাটা তুলে বার বার হয়েছি ক্ষত।
এবার শুধরে যাবার দিন মিছে মায়া আর কত?
ক্ষনস্থায়ী সুখে ফুল ফুটুক অজস্র বুকে
আমি ছুঁয়ে দেখি চাঁদ সূর্য আর সকালের রোদ্দুর
যেতে হবে এবার পেছেনে ফেলে অন্ধকার,
সত্যি ই যেতে চাই বহুদূর।
আজ আর পিছুটান নাই, নাই কোন হাতছানি
আজ নাই অভিযোগ নই অভিমানী।
কবি মুক্ত, কবিতা মুক্ত দূরের আকাশ নীল
ডানা ভাঙা পাখির একলা আকাশ আর
তারাদের ঝিলমিল।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap