শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:০২ অপরাহ্ন

নিস্প্রোয়জন ভালোবাসা

নিস্প্রোয়জন ভালোবাসা

0 Shares

নিস্প্রোয়জন ভালোবাসা
শিরিনা আফরোজ

ভালোবেসে কেউ দেয় মন
ভালোবেসে কেউ হয় খুন।
ভালোবেসে কেউ বাধে ঘর
ভালোবেসে কেউ কারো পর।
ভালো বেসেই কেউ করে
কারো মৃত্যুর আয়োজন।
তবুও ভালোবাসা জীবন
ভালোবাসাই প্রয়জন।
প্রনয়ের আগুনে পোড়েনি
হয়তো কেউ কেউ এমন
থাকলে ও থাকতে পারে।
হিসেবি বা বেহিসেবী সাত ধরনের
পাগল আছে এ বিশ্ব সংসারে।
আমি কোন আলাদা দ্বীপবাসি নই
এ বিশ্ব সংসারের অতি সাধারন একজন।
আমার ও ভালোবাসা আছে
আছে একটা পাগল মন।
জানিনা এখন সেখানে প্রেম আছে
নাকি কেবলই আগুন?
সহজ সরল সমীকরন পথে
আজ অনেকটাই ভুল রসায়ন।
ভুল দর্শন, মিথ্যে প্রডিশ্রুতি
মিথ্যে সংসার, ভুলে ভরা ব্যকরন।
আজ শুধু সংসার সংসার খেলা
অজানার উদ্দ্যেশে ভাসানো ভেলা।
জানি এ পথে পুড়ে পুড়ে হতে হয় ছাই
আজ আর ভয় ডর কিছু নাই।
কারন আমি জানি এ জীবন সংসারে
একবারই শুধু যাওয়া একবার ই আসা।
এ ক্ষুদ্র জীবন একটাই
প্রয়োজন কি তবে আর মিথ্যে
প্রতিশ্রুতি আর মিথ্যে ভালোবাসা!





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap