শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩:৩১ অপরাহ্ন

পিরোজপুরে একযোগে ছয় উপজেলা, ৪ ডিগ্রি কলেজ ও ৩ পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষণা

পিরোজপুরে একযোগে ছয় উপজেলা, ৪ ডিগ্রি কলেজ ও ৩ পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষণা

0 Shares

ইন্দুরকানী বার্তা :
পিরোজপুরে একযোগে ছয় উপজেলা সহ জাতীয়তাবাদী ছাত্রদলের ১৩টি ইউনিটের কমিটি ঘোষনা করা হয়েছে। শুক্রবার (৫ মার্চ) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আজিজুল হক খোকন স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে। ৬ মার্চ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি হাচান আল মামুন ও সাধারন সম্পাদক শেখ বদিউজ্জামান রুবেল।
এতে জেলার ৬টি উপজেলা, ৪টি ডিগ্রি কলেজ ও ৩টি পৌরসভার মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। প্রতিটি কমিটিতে একজন আহ্বায়ক, একজন সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এ সব কমিটিকে আগামী ২ মাসের (৬০ দিন) মধ্যে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। সর্বনি¤œ ৫ থেকে ১১ বছর পর ১৩টি ইউনিটের কমিটি ঘোষনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে ঘোষিত এ নতুন কমিটিতে পদ পেয়ে কেউ কেউ উচ্ছাস প্রকাশ করলেও কেউবা আবার পদবঞ্চিত হওয়ায় এবং অনেকে কাংখিত পদ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।
পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন এবং জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ নতুন এ কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।
এতে নাজিরপুর উপজেলায় এইচ এম শামীম হাসানকে আহ্বায়ক, মো. তারিক আব্দুল্লাহ বাপ্পিকে সদস্য সচিব করা হয়েছে। নাজিরপুর উপজেলা সদরের নাজিরপুর কলেজ (শহীদ জিয়া ডিগ্রি কলেজে) ফাইজুল ইসলাম ফয়েজকে আহ্বায়ক, মাইনুল ইসলাম মঈনকে সদস্য সচিব এবং নাজিরপুরের মাটিভাঙ্গা ডিগ্রি কলেজে বরকত আলী শেখকে আহ্বায়ক, মো. দিনার আহম্মেদকে সদস্য সচিব করা হয়েছে।
পিরোজপুর সদর উপজেলায় রাকিবুল হাসান রুবেলকে আহ্বায়ক, রানা মল্লিককে সদস্য সচিব, সদর পৌরসভায় মো. আলাউদ্দিন হাওলাদারকে আহ্বায়ক, বেল্লাল খানকে সদস্য সচিব।
জেলার ইন্দুরকানী (সাবেক জিয়ানগর) উপজেলায় সাবেক সাধারন সম্পাদক মো: মো. আল-আমীন হোসেনকে আহ্বায়ক এবং সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিকুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।
ভান্ডারিয়া উপজেলায় মাহফুজুর ইসলাম উজ্জ্বলকে আহ্বায়ক, সফিকুল ইসলাম রেজাকে সদস্য সচিব, ভান্ডারিয়া সরকারি কলেজ কমিটিতে মো. জহিরুল ইসলাম জিয়াকে আহ্বায়ক, কিরন সজিবকে সদস্য সচিব এবং ভান্ডারিয়া পৌর কমিটিতে আলী আজম রিপনকে আহ্বায়ক, শামীম ফরাজীকে সদস্য সচিব করা হয়েছে।
কাউখালী উপজেলা কমিটিতে মাহামুদুল হাসান তানভীরকে আহ্বায়ক, শোয়াইব সিদ্দিকীকে সদস্য সচিব এবং কাউখালী কলেজ কমিটিতে সজল হোসেন ইমরানকে আহ্বায়ক, মো. মৃদুল শিকদার তুহিনকে সদস্য সচিব করা হয়েছে।
নেছারাবাদ উপজেলা কিমিটিতে ইমরান হোসেন সজীবকে আহ্বায়ক, মো. জিয়াউল হক সজীবকে সদস্য সচিব এবং নেছারাবাদ পৌরসভায় সাদ্দাম কাজীকে আহ্বায়ক, বাইজিদ শিকদারকে সদস্য সচিব করা হয়েছে।
ঘোষিত ইন্দুরকানী উপজেলা ছাত্রদলের কমিটিতে কাংখিত আহবায়ক বা সদস্য সচিব পদ না পেয়ে ক্ষোভ প্রকাশ করে ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম রাকিব জানান, সাংগঠনিক যোগ্যতা বিবেচনা না করে এবং উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মতামতকে উপেক্ষা করে টাকার বিনিময়ে কেন্দ্র থেকে লোবিং করে এ কমিটি ঘোষনা করা হয়েছে। বিভিন্ন ইউনিটেই সাংগঠনিক ভাবে বহু অযোগ্য ব্যক্তিকে পদ দেয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
ঘোষিত জেলার ইন্দুরকানী উপজেলা ছাত্রদলের নতুন এ কমিটিতে সদস্য সচিব পদ পেয়ে উচ্ছাস প্রকাশ করেন সাদিকুল ইসলাম। তিনি বলেন দীর্ঘ প্রায় 5 বছর পর আমাদের উপজেলার এ কমিটি ঘোষনা হল। নতুন কমিটি পাওয়ায় আমি কেন্দ্র এবং জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap