শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৪৭ অপরাহ্ন

সুন্দরবনে একটি মৃত ডলফিন উদ্ধার

সুন্দরবনে একটি মৃত ডলফিন উদ্ধার

0 Shares

শরণখোলা প্রতিনিধি
পূর্ব সুন্দরবনে শুশুক প্রজাতির একটি মৃত ডলফিন উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার দুপুরে শরণখোলা রেঞ্জের ভোলা নদীর চর থেকে ডলফিনটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ডলফিনটির দৈর্ঘ্য চার ফুট এবং প্রস্ত দুই ফুট দশ ইঞ্চি।
বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো ঃ জয়নাল আবেদীন জানান, দুপুর ২টার দিকে ফেরদৌস মোল্লা নামের এক ট্রলার চালক ভোলা নদীর চরে ডলফিনটি মৃত অবস্থায় আটকে থাকতে দেখে বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে বনরক্ষী ও শরণখোলা ডলফিন সংরক্ষন দলের সদস্যরা শুশুক প্রজাতির ওই ডলফিনটি উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে যায়। ওই দিন বিকেলে সেটির নমুনা সংগ্রহ করে রেঞ্জ অফিস সংলগ্ন বনে মাটি চাপা দেয়া হয়েছে। ডলফিনটির গায়ে কোন প্রকার ক্ষত চিহ্ন নেই। তবে সংগ্রকৃত নমুনা পরীক্ষার পরে মৃত্যুর কারন জানা যাবে বলে তিনি জানান। ###





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap